নিজের সবথেকে বড় পরিচয় 'আমি পাঠক।' পড়তে ভালোবাসি বলেই লেখার জগতে আগমন। ছোটবেলা থেকে নেশা বলতে খেলাধুলা ও বই পড়া। একটা সময় খেলাধুলার এই নেশা নির্দিষ্ট একটি দিকে চলে যায়। ফুটবল হয়ে যায় হয়ে যায় জীবনের একটি অংশ। একটা সময় এই ফুটবলই টেনে নেয় লেখালেখির জগতে। যদিও খেলাধুলার মতো বই পড়ার নেশাটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নয়। তবে বিশেষভাবে পছন্দ থ্রিলার ও ফ্যান্টাসি ঘরনার বইগুলো। বর্তমানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।