একজন চলচ্চিত্রকর্মী। তবে দিনানিপাত করি চিত্রসম্পাদনা তথা ভিডিও এডিটিং করে। ব্যাচেলর এবং মাস্টার্স সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর) থেকে। অতঃপর ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হাইয়ার স্কুল অব ইকনোমিক্স, মস্কোতে কন্টেমপোরারি আর্ট এন্ড ডিজাইন এডুকেশন নিয়ে পড়াশোনা। এইতো!