আমি এক নিভৃতচারী মানুষ ৷ নিরবে বিপ্লব ঘটানোর পক্ষের একজন ৷ কিন্তু বিপ্লব আর ঘটাতে পারি না ৷ তাই বিপ্লবের অপেক্ষায় এখনো নিরবে কাজ করে যাচ্ছি ৷ পেশায় সরকারি চাকুরি করছি আর নেশায় লিখে যাচ্ছি৷