Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

হ্যারি পটার নামা || পর্ব ১ || জানা-অজানায় সেডরিক ডিগরি

হ্যারি পটার সিরিজে হাউজ হাফলপাফের শিক্ষার্থী ‘সেডরিক ডিগরি’ বিভিন্ন কারণে বিখ্যাত হয়ে আছে। বীর সাহসী এই হগওয়ার্টস যোদ্ধা পদে পদে রেখেছে নিজ প্রতিভার স্বাক্ষর, চেষ্টা চালিয়েছে অসম্ভবকে সম্ভব করার, এবং শেষমেশ হ্যারিকে বাঁচাতে গিয়ে করেছে নিজের প্রাণ উৎসর্গ। হাফলপাফের শিক্ষার্থীরা বরাবরই বিশ্বস্ততা, কর্মনিষ্ঠতা, পরোপকারিতা, ও বন্ধুত্ব ধরে রাখার জন্য সুপরিচিত। সেডরিক ডিগরি যেন সবগুলো গুণের একত্রিত প্রতিফলন। পুরো হগওয়ার্টসে সে ছিল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। মিশুক ও হাস্যোজ্জ্বল স্বভাবের জন্য প্রায় সবাই তাকে পছন্দ করত।

তার মৃত্যুর কারণেই হ্যারি থেস্ট্রালগুলোকে দেখতে পেত

থেস্ট্রাল হলো ঘোড়ার মতো একপ্রকার প্রাণী, যাদেরকে শুধু তারাই দেখতে পায়, যারা মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছে। ভলডেমর্ট যখন লিলিকে ছোট্ট হ্যারির সামনে মেরে ফেলে, হ্যারি তখনও মৃত্যু কী জিনিস তা ভালো করে বুঝত না। কিন্তু ট্রাই-উইজার্ড টুর্নামেন্টের সময় সে নিজ চোখের সামনে সেডরিক ডিগরিকে মরতে দেখেছে, এবং নিজের মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করতে পেরেছে। সেজন্যই কেউ লুনার অদ্ভুত প্রাণীগুলো দেখতে না পেলেও হ্যারি দেখতে পেত।

থেস্ট্রালের সাথে হ্যারি পটার ও লুনা লাভগুড; Source: tvguide.com

 

সেডরিকের রোলে রবার্ট প্যাটিনসন

সেডরিক ডিগরি রোলের জন্য অনেকে অডিশন দিলেও, রোলটা শেষমেশ পান রবার্ট প্যাটিনসন। এর পেছনের কারণটাও বেশ মজার। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ভ্যানিটি ফেয়ার সিনেমায় রবার্ট প্যাটিনসনকে রিজ উইথারস্পুনের সন্তানের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয়। সিনেমাটি মুক্তি পেলে অনেক আশা নিয়ে নিজের অভিনয় দেখতে গিয়েছিল তিনি। কিন্তু গিয়ে দেখেন, তার অভিনয়ের বেশিরভাগ অংশই কেটে দেওয়া হয়েছে। সেদিন বিষণ্ণ মন নিয়ে বাসায় ফেরেন তিনি। কাস্টিং ডিরেক্টরও তখন খানিকটা কষ্ট পেয়েছিলেন, এবং তিনি তাকে ভরসা দিয়েছিলেন যে, সামনে তাকে কোনো গুরুত্বপূর্ণ রোল পাইয়ে দেবেন।

ভাগ্যক্রমে, সেই কাস্টিং ডিরেক্টরই হ্যারি পটার এন্ড দ্য গবলেট অভ ফায়ার সিনেমার কাস্টিং ডিরেক্টর ছিলেন। তাই তিনি প্যাটিনসনকে সেডরিক রোলের জন্য অফার করেন। সুযোগ পেয়ে হাতছাড়া করতে চায়নি প্যাটিনসন, লুফে নিলেন সুবর্ণ সুযোগ।

ফ্লেউর, সেডরিক এবং ইয়ুল বল

সেডরিক তার ইচ্ছাশক্তির উপর বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারত। ফ্লেউর যখন সেডরিককে ইয়ুল বলে সঙ্গী হবার নিমন্ত্রণ জানিয়েছিল, সেডরিক তা প্রত্যাখ্যান করে দিয়েছিল। সেজন্য ফ্লেউর তার উপর একপ্রকার বশীভূত মন্ত্র প্রয়োগ করেছিল। সেই মন্ত্র প্রয়োগ করতে হলে কোনোপ্রকার ছড়ির দরকার হয় না। কারণ, সেটা ছিল ভেলা (veela)-র অন্তর্ভুক্ত। আর ফ্লেউরের মতো সুন্দরী মেয়েরাই ছিল ভেলা। সহজভাবে বললে পরীর সাথে এর উদাহরণ দেওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সে কঠিন মন্ত্র সেডরিককে বশীভূত করতে পারেনি।

ফ্লেউর; Source: harrypotterfanzone.com

সেডরিকই হাফলপাফের একমাত্র হাইলাইট করা শিক্ষার্থী

খ্যাতির খাতা খুললে হাফলপাফ হাউজের অনেক কিংবদন্তি ও বিখ্যাত জাদুকরের নাম সামনে উপস্থিত হবে। কিন্তু হ্যারি পটার সিরিজে সেডরিকই ছিল একমাত্র হাফলপাফ যে হ্যারি পটারের কাহিনীর সাথে যুক্ত। বইয়ে উল্লেখিত অনেকের নাম বললে যারা শুধু সিনেমা দেখেছে তারা সেডরিক ডিগরিকেই ভালো করে চেনে।

পোলিং কোম্পানি YouGov এর তথ্যানুসারে শুধু ১৬% মানুষই হাউজ হিসেবে হাফলপাফকে নির্বাচন করতে চায়। এর কারণ মোটামুটি দুটি হতে পারে-

১. হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে রোলিং যাদেরকে হাইলাইটস করেছে তারা প্রায় সবাই হাউজ গ্রিফিন্ডরের।
২. সেডরিক ছাড়া হাফলপাফের কাউকে হাইলাইট করা হয়নি।
৩. ফ্যান্টাস্টিক বিস্টে নিউট স্ক্যামান্ডার হাফলপাফের প্রতিনিধিত্ব করলেও, সে হ্যারির মতো মনোযোগ আকর্ষণ করতে পারেনি।

সেডরিক ডিগরি; Source: variety.com

সেডরিক রোলে হেনরি ক্যাভিল

সুপারম্যান অবতারে সেলুলয়েডের হেনরি ক্যাভিলের সাথে সবাই কমবেশি পরিচিত। কিন্তু সর্বকালের অন্যতম সেরা সুপারহিরো রোলে অভিনয় করার আগে হেনরিকেও অন্যান্যদের মতো সামান্য রোলের জন্য যুদ্ধ করতে হয়েছে। ক্যাভিল সেডরিকের রোলে অডিশন দিয়েছিলেন, এবং তাতে অনেক ভালোও করেছিলেন। কিন্তু কাস্টিং ডিরেক্টর মনে মনে রবার্ট প্যাটিনসনকে অধিক পছন্দ করায় গ্রিন সিগন্যাল পাননি তিনি।

হেনরি ক্যাভিল; Source: henrycavill.org

প্যাটিনসন এবং স্কুবা ডাইভ

ট্রাই-উইজার্ড টুর্নামেন্টের সেকেন্ড টাস্ক শুট করার আগে রবার্ট প্যাটিনসনকে স্কুবা ডাইভ শিখতে হয়েছিল। কারণ বাবল-হেড চার্মটা ফুটিয়ে তোলা এতো সহজ ছিল না বিধায়, বাস্তবতা মেলে ধরতে সেটা করতে হয়েছিল। প্যাটিনসনের ভাষায়,“শুটিং শুরু হবার কয়েক সপ্তাহ আগ থেকে আমাকে ছোট্ট একটা ট্যাংকে অনুশীলন করতে হতো। আমি ভেবেছিলাম, এরকম সাইজের ট্যাংকেই ফিল্মিং হবে। কিন্তু শুটিংয়ে গিয়ে যখন দেখলাম, সেটা আমার অনুশীলনকৃত ট্যাংকের চেয়ে ১০০ গুণ বড় তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম।”

সেডরিকের মৃত্যুটা ছিল অর্থহীন

সেডরিকের মৃত্যুর আগ পর্যন্ত হগওয়ার্টসে সবকিছু ভালোই চলছিল। বন্ধু-বান্ধব, ছাত্র-শিক্ষক, হাসি-তামাশা সবই চলছিল নিজের মতো করে। কিন্তু সেডরিকের মৃত্যুর মাধ্যমেই লর্ড ভলডেমর্ট তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে পেরেছিল। সেডরিককে এমনভাবে ছুড়ে ফেলা হয়েছিল, যেন তার জীবনের কোনো মূল্যই নেই।

গুরুত্বপূর্ণ একটা চরিত্রকে এত সহজে মেরে নিজেই কপাল চাপড়েছেন হ্যারি পটার সিরিজের লেখক জে. কে. রোলিং। সেজন্য তিনি কিছুদিন অনুশোচনায়ও ভুগেছেন। কিন্তু সেডরিকের মৃত্যুর মাধ্যমেই জাদু জগতের দ্বিতীয় যুদ্ধের মহড়া শুরু হয়, যার মাধ্যমে পতন ঘটে ডার্ক লর্ডের।

সেডরিকের মৃত্যু; Source: imdb.com

 

হ্যারি পটার সিরিজের লেখক জে.কে. রোলিং; Source: starhooks.blogsopt.com

সেডরিক সম্ভবত এল্ড্রিচ ডিগরির বংশধর

নিশ্চিত হয়ে বলা না গেলেও, সেডরিক হয়তো এল্ড্রিচ ডিগরির বংশধর ছিল। এল্ড্রিচ ডিগরি ১৭৩৩-১৭৪৭ সাল পর্যন্ত জাদু মন্ত্রণালয়ে চাকরিরত ছিলেন। জাদু দুনিয়ায় তার খ্যাতি ছিল আকাশচুম্বী, এবং প্রথম অরোর নিয়োগ পরীক্ষায় তিনি ছিলেন সেই নির্বাচনী পরীক্ষার প্রথম মন্ত্রী। আজকাবানের সুরক্ষা ব্যবস্থা কীভাবে আরও জোরদার করা যায়, এবং পাজি ডিমেন্টরদের কীভাবে স্থায়ীভাবে তাড়ানো যায় তার উপায় বের করার সময় তিনি ড্রাগন পক্স দ্বারা আক্রান্ত হয়ে মারা যান।

অনেক পটারহেড বিশ্বাস করে, সেডরিক ডিগরি আর এল্ড্রিচ ডিগরি একই বংশের। কারণ, সেডরিকের মৃত্যুর পরই ডাম্বলডোর’স আর্মি তৈরি করা হয়েছিল। সেদিকে অরোর নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিলেন এল্ড্রিচ। আর দুইটার মূল উদ্দেশ্য একই সুতায় গাঁথা, তা হলো দুষ্ট জাদুকরদের বিরুদ্ধে লড়াই করা।

ডাম্বলডোর’স আর্মি; Source: harrypotterfanzone.com

সার্কেল অভ খান্না

হগওয়ার্টসের ছাত্র সংগঠন সার্কেল অভ খান্না প্রতিষ্ঠিত হবার পর, সে সংগঠনের এক প্রতিষ্ঠাতা, বেন কপার সেডরিককে সংগঠনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। যোগ দেবার পর বেশিরভাগ সময়ই সেডরিক বেন আর ডিয়েগো চ্যাপলানের সাথে সাথে দ্বন্দ্বযুদ্ধ অনুশীলন করে কাটিয়েছে। একবার অনুশীলনের ফাঁকে সেডরিকের বাহু মচকে গিয়েছিল। তখন বেন তার উপর ভুল এক মন্ত্র প্রয়োগ করায় এর প্রতিক্রিয়া হলো উল্টা। ফলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

প্রিফেক্ট হিসেবে সেডরিক

সেডরিক যে হগওয়ার্টসের প্রিফেক্ট ছিল, তা অনেকেরেই হয়তো অজানা। প্রিফেক্ট হলো হগওয়ার্টসের এমন একটি পদ, যে পদে দায়িত্বরত শিক্ষার্থীরা হাউজের প্রধান ও প্রধান শিক্ষককে হাউজ সম্পর্কে সকল হালনাগাদ তথ্য জানাবে, এবং হাউজকে নিয়ন্ত্রণ করার জন্য যেকোনো অনুশাসন প্রয়োগ করবে। পঞ্চম বর্ষে উঠার পর একজন ছাত্র ও একজন ছাত্রীকে প্রিফেক্ট হিসেবে নির্বাচন করা হয়। তেমনই সেডরিকও পঞ্চম বর্ষে উঠার পর হাউজ হাফলপাফের প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল।

সেডরিকের ‘লাস্ট নেম’

জে. কে. রোলিং ফ্যান্টাসি লেখক সি. এস. লুয়িসের অনেক বড় একজন ভক্ত। অনেকে বিশ্বাস করে যে, রোলিং সেডরিক ডিগরি নামটা নিয়েছে লুয়িসের লেখা কালজয়ী ফ্যান্টাসি The Chronicles of Narnia-র ডিগরি কির্ক থেকে। জে. কে রোলিং অনেকবার ইন্টার্ভিউতে বলেছেন, ছোটবেলায় নারনিয়া ফ্যান্টাসিটা তার কল্পনা জগৎ সাজাতে অনেক সাহায্য করেছে, অনেককিছুতে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি এও বলেছেন, ফ্যান্টাসির ডিগরি কির্ক চরিত্রটাকে তিনি খুব ভালোবাসতেন। সেজন্যই অনেকে ভাবে সেডরিক ডিগরি নামটার উৎপত্তি এখান থেকেই।

The Chronicles of Narnia চলচ্চিত্রে ডিগরি কির্ক; Source: screenrant.com

সেডরিকের বেড়ে উঠা

কুইডিচ বিশ্বকাপে উইজলি পরিবার ডিগরি পরিবারের সাথে ভ্রমণ করার আসল কারণ ছিল, তারা হলো প্রতিবেশী। ওটেরি সেন্ট ক্যাচপোল হলো ইংল্যান্ডের ছোট্ট একটা শহর। অসংখ্য মাগলের পাশাপাশি, সেখানে অনেক জাদুকরেরও বসবাস। বিশেষ করে উইজলি, ডিগরি, লাভগুড পরিবারগুলো একসাথে বা আশেপাশেই বসবাস করে। তাই ধরা হয়, সেডরিক ডিগরি সেখানেই বেড়ে ওঠেছে।

শিল্পীর তুলিতে হ্যারি, সেডরিক ও উইজলি পরিবার; Source: hp-lexicon.org

সেডরিকের ছড়ির ব্যাপারে অলিভেন্ডার

সেডরিকের ছড়ির আয়তন ছিল প্রায় সাড়ে ১২ ইঞ্চির কাছাকাছি। সেটা ছিল ভস্ম ও ইউনিকর্নের চুল দিয়ে তৈরি। ট্রাই-উইজার্ড টুর্নামেন্ট শুরু হবার আগে সে সময়ের সেরা জাদু ছড়ি নির্মাতা অলিভেন্ডারকে প্রত্যেক চ্যাম্পিয়নের ছড়ি পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছিল। অলিভেন্ডারের মতে, সেডরিকের ছড়িটা হলো, ‘ভীষণ তুলতুলে’ সেটা পুরুষ ইউনিকর্নের চুল দিয়ে তৈরি। ভস্ম দিয়ে তৈরি ছড়িগুলো বিশেষভাবে মালিকের অনুগত থাকে। কিন্তু পিশাচ-বিদ্যার সবচেয়ে শক্তিশালী জাদুকরের হাতে লিটল হ্যাংগ্লেটন গোরস্থানে সেডরিককে প্রাণ হারাতে হয়েছিল বলে, কিছু করার ছিল না।

অলিভেন্ডার; Source: twitter.com

কুইডিচে সেডরিক ডিগরি

রবার্ট প্যাটিনসন শুধু হ্যারি পটার এন্ড দ্য গবলেট অব ফায়ার সিনেমাতেই সেডরিক ডিগরি অবতারে উপস্থিত হয়েছেন। কিন্তু সিনেমা ও বইয়ের বিভিন্ন জায়গা থেকে জানা গেছে, সেডরিক হাফলপাফের কুইচিড দলের ক্যাপ্টেন ছিলেন। হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার অব আজকাবানে সেডরিক ডিগরির খানিকটা দেখা মিলেছিল হাফলপাফের বিরুদ্ধে গ্রিফিন্ডরের কুইডিচ ম্যাচে। সে ম্যাচটা আসলে গ্রিফিন্ডর বনাম স্লিদারিনের মধ্যে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বাকবিকের আঘাতে আহত হয়ে, এবং প্রতিকূল আবহাওয়ার দোহাই দিয়ে ড্রাকো ম্যালফয় ও তার দল সে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।

কুইডিচ দলে সেডরিক মূলত ছিল একজন সিকার। সিকার হতে হয় হ্যারি পটারের মতো ছোটখাটো গড়নের মানুষের, যাতে তারা দ্রুত ছুটতে পারে। কিন্তু সে তুলনায় সেডরিক ছিল অনেক উঁচু-লম্বা। কিন্তু তা সত্ত্বেও সে ছিল দুর্দান্ত এক সিকার। ঐ ম্যাচে সে হ্যারির আগেই স্নিচকে পাকরাও করেছিল। সেখানে সেডরিককে এক ঝলক দেখানো হলেও, সেটা প্যাটিনসন ছিলেন না। তার ভূমিকায় খানিকের জন্য অন্য কেউ অভিনয় করেছিল।

কুইডিচ ম্যাচে সেডরিক ডিগরি; Source: screenrant.com

হগওয়ার্টস স্কুল অভ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রি মাতিয়ে রাখা শিক্ষার্থী সেডরিক ডিগরি ছিল সকলের মধ্যমণি। তার এমন করুণ মৃত্যু সকল হ্যারি পটার ফ্যানদেরকেই গভীরভাবে নাড়া দিয়েছিল। সেডরিক ডিগরি না থাকলেও জাদু জগতে তার বীর-গাঁথা থাকবে চির অম্লান।

Related Articles